গুয়েতেমালার ৩০০ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

গুয়েতেমালার ৩০০ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

গণতন্ত্রবিরোধী কর্মকান্ডের অভিযোগে গুয়েতেমালার প্রধান সরকারি কৌঁসুলিসহ ৩০০ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা দেশটির প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালোকে ক্ষমতা থেকে অপসারণ করার চেষ্টায় লিপ্ত থাকার দায়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ৩০০ জন ব্যক্তির মধ্যে ১০০ জনই দেশটির আইনসভা ইউনিক্যামারেল কংগ্রেসের সদস্য। এছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদেরকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গোপনীয়তা আইনের কারণে যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের নাম প্রকাশ করেনি। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, মূলত আইনের শাসন বাধাগ্রস্থ করতে চেয়েছে এমন ব্যক্তিদের ওপরেই আমরা নিষেধাজ্ঞা আরোপ করেছি।

গত সপ্তাহের শেষদিকে আরেভালোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেন গুয়েতেমালা সরকারের প্রধান আইনজীবী কনসুয়েলো পরাস। গত আগস্টের নির্বাচনে জয়ের পর পরাস এমনকি নির্বাচনী কর্মকর্তা এবং আরেভালোর দলের সদস্যদের গ্রেপ্তার করারও নির্দেশ দিয়েছিলেন।

প্রয়াসটি ব্যর্থ হয় এবং আরেভালো ঘটনাটিকে নোংরা এবং অভ্যুত্থান প্রচেষ্টা বলে অভিহিত করেন।

এ ব্যাপারে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গুয়েতেমালার জনগণ তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তাদের সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিৎ। গুয়েতেমালার গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবে এমন যেকোনো ব্যক্তির ওপরেই আমরা নিষেধাজ্ঞা আরোপ করবো।

news24bd.tv/ab