ইসরায়েলকে সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার বাইডেনের

সংগৃহীত ছবি

ইসরায়েলকে সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার বাইডেনের

অনলাইন ডেস্ক

স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি, ইসরায়েলকে আরও বেশি করে সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি। হোয়াইট হাউজের আঙ্গিনায় ইহুদিদের হানুকা উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাইডেন বলেন, বিগত বেশ কিছু দিন ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে আমার মতপার্থক্য চললেও হামাসকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত ইসরায়েলকে সবধরনের সামরিক সহায়তা দিয়ে যাবে আমেরিকা।

তিনি আরও বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। পুরো পৃথিবীর জনমত যেকোনো সময়ে পরিবর্তিত হয়ে যেতে পারে। এটা ঘটতে দেওয়া যাবে না।

অতি সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে ব্যর্থতা, যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবনায় ভেটো প্রদান এবং কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ট্যাংকের গোলাবারুদ সরবরাহ করার কারণে বাইডেন তীব্রভাবে সমালোচিত হয়েছেন।

news24bd.tv/ab