গাজায় ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ নিহত ১২

সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ নিহত ১২

অনলাইন ডেস্ক

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে আরও ছয় শিশুসহ মোট ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। রাফা উপত্যকার আল-জুহুর এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

এছাড়াও, দক্ষিণ গাজার খান ইউনিস এবং উত্তর গাজার জাবালিয়া শহরেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। অপরদিকে, আল-আওদা হাসপাতালের ভেতরে ইসরায়েলি স্নাইপারের গুলিতে ডক্টরস উইদাউট বর্ডারের একজন ডাক্তার নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত মোট পাঁচজন ডাক্তার স্নাইপারের গুলিতে হাসপাতালটির ভেতরে নিহত হয়েছেন। গত ৫ ডিসেম্বর থেকে হাসপাতালটি ইসরায়েলি বাহিনীর অবরোধের মুখে রয়েছে।

এক বিবৃতিতে ডক্টরস উইদাউট বর্ডার জানায়, আল-আওদা হাসপাতালটি একটি চলমান হাসপাতাল যেখানে বহু ডাক্তার, নার্স এবং রোগীর চলাচল রয়েছে। চিকিৎসাসেবা দেওয়ার সময়ে হামলা করে ডাক্তারদের হত্যা করা খুবই অমানবিক একটি ব্যাপার।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

news24bd.tv/ab