আপিলে নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল

বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

আপিলে নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল

অনলাইন ডেস্ক

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ আট মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে নিপুণ রায় চৌধুরীর আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়।

ওই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হতে বলা হয়। হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেওয়া হয়। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জামিনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। তার (নিপুণ রায়) বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এসব মামলায় আগাম জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন। ’

news24bd.tv/DHL