কৃষিকে আধুনিকায়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

কৃষিকে আধুনিকায়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকায়নকরণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এবং কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অন-এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর বাস্তবায়নাধীন দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সচিব ওয়াহিদা আক্তার।

এসময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির, ফিল্ড সার্ভিসের পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী, প্রোগ্রাম কো-অডিনেটর মো. মিজানুর রহমান, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামসহ বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার কৃষি কর্মকর্তা ও কৃষকরা।

এ প্রকল্পের আওতায় পাঁচটি ফল ও ১০টি সবজিসহ মোট ১৫টি ফসলকে চাষাবাদে আধুনিকায়ন করা হবে এবং ২ লাখ ১৭ হাজার কৃষককে স্মার্ট কৃষক হিসেবে প্রশিক্ষিত করা হবে।

এই প্রোগ্রামের মাধ্যমে দেশে ফল ও সবজির আবাদ এলাকা ৩ লাখ হেক্টর, জলবায়ু সহিষ্ণু উচ্চফলনশীল ধানের জাতের আবাদ এলাকা ২ লাখ হেক্টর, ধান ব্যতীত অন্যান্য দানাদার ফসল ডাল ফসল, তেল ফসল ও উদ্যান ফসলের আবাদ এলাকা ২ লাখ হেক্টর এবং উন্নত আধুনিক সেচ এলাকা ১ লাখ হেক্টর বৃদ্ধি করা হবে।