২০২৪ থেকে ইসরায়েলি ফুটবল দলকে স্পন্সর করবেনা পুমা

সংগৃহীত ছবি

২০২৪ থেকে ইসরায়েলি ফুটবল দলকে স্পন্সর করবেনা পুমা

অনলাইন ডেস্ক

স্পোর্টস ব্র্যান্ড পুমা ২০২৪ সাল থেকে আর ইসরায়েলি জাতীয় ফুটবল দলকে স্পন্সর করবেনা বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র। সিদ্ধান্তটি নেওয়ার ব্যাপারে এক বছর আগে থেকেই চিন্তা চলছিলো এবং এর সাথে ইসরায়েল-হামাস যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে আল জাজিরা।  

অনেকদিন ধরেই পুমাকে ইসরায়েলের ফুটবল এসোসিয়েশনের সাথে চুক্তি বাতিল করতে বলা হচ্ছিলো। ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে এই দাবী আরও জোরদার হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, সার্বিয়া ও ইসরায়েলসহ আরও কিছু দেশের সাথে আমাদের চুক্তির মেয়াদ ২০২৪ সালে ফুরিয়ে যাবে। এদের সাথে আমরা নতুন করে আর কোনো চুক্তি করতে ইচ্ছুক নই। অতি শীঘ্রই আমরা নতুন কিছু দলের সাথে চুক্তি করতে যাচ্ছি।

২০১৮ সালে পুমা সর্বপ্রথম ইসরায়েলের ফুটবল দলকে কিট সরবরাহের জন্য চুক্তিটি করে।

 

news24bd.tv/ab