তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন

নির্বাচন কমিশনে আপিল শুনানি

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে তৃতীয় দিনে মোট ৯৮ জনের শুনানি হয়েছে। আপিল শুনানির পর ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয় আপিল শুনানি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে শুনানিতে অংশ নেন।

এদিন আপিল নামঞ্জুর হয়েছে ৩৫জনের। এছাড়া পেন্ডিং অবস্থায় রয়েছেন ২ জন। বিকাল ৪টা পর্যন্ত চলে শুনানি।

এর আগের দুই দিনে ১০৭ জন প্রার্থিতা ফিরে পান। মোট ৫৬১ জন প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।

news24bd.tv/FA