সাকিবের সিদ্ধান্ত বিসিবির জন্য স্বস্তির: জালাল ইউনুস 

সংগৃহীত ছবি

সাকিবের সিদ্ধান্ত বিসিবির জন্য স্বস্তির: জালাল ইউনুস 

অনলাইন ডেস্ক

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানে চলছে তার আঙুলের চিকিৎসা। চিকিৎসা করাতে গিয়েই গতকাল (সোমবার) একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন সাকিব। সেখানে তিনি জানান, জাতীয় দলের ক্রিকেটের প্রতি আরও বেশি নজর দিতে বিদেশি ফ্যাঞ্চাইজি লিগগুলোকে এড়িয়ে চলবেন তিনি।

এদিকে, সাকিবের এমন সিদ্ধান্তে স্বস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এসময় তিনি বলেন, ‘মিডিয়াতে তার (সাকিবের) স্টেটমেন্টটা দেখেছি। অবশ্যই এটা আনন্দের ব্যাপার।

এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্যাঞ্চাইজি ক্রিকেট থেকে, এটা তো আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা। ’

এদিকে, ওয়ানডে বিশ্বকাপ শেষে ওয়ানডে দলের নেতৃত্ব আর করবেন না বলে জানিয়েছিলেন সাকিব। তবে বিশ্বকাপ শেষের এক মাস পরেও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি কিছু। এদিকে তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব সামলাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।  

জালাল জানালেন, সাকিবকে লম্বা সময়ের জন্যই নেতৃত্বই দিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘এখানে একচুয়ালি রিকনসিডারের পার্টটা আসে না। এখনো সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে। সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সে সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু এখনও উঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক। ’

এদিকে সাকিব পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে শান্ত-মিরাজের নামটাই মাথায় আসে জালালের, ‘এমন একটা সময় আসবে যখন অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাটে খেলা কমিয়ে দিবে। আমরা যাদের সম্ভাব্য অধিনায়ক বলি তাদের মধ্যে শান্ত-মিরাজ আছে। বোর্ডের কাছে মনে হয় তাদের দুজনেরই বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা আছে। ’

news24bd.tv/SHS