মৃত্যু আসে গভীর রাতে

ফাইল ছবি

মৃত্যু আসে গভীর রাতে

মাসুদা ভাট্টি 

বেদানার কোয়ার মতো মৃত্যু আসে গভীর রাতে
স্বচ্ছ লাল জমাট বাধা রক্ত ঝরে ঝরে পড়ে 
জানি এ পৃথিবীতে কিছুই স্বচ্ছ নয়, নয় সরলও 
তবুতো পৃথিবী; অজানা থেকে এসে আরো অজানায় যাওয়ার আগে
এখানে কিছুক্ষণ প্রেম কিছুটা সময় হা হা হি হি বা কষ্টের কারবারি
ভালোবাসার নিলাম হয়, গয়না নৌকো বোঝাই হয়ে ভালোবাসা আসে
ডুমো ডুমো মাছিরা হয়ে ওঠে একেকজন মহাজন সে হাটে, কোমরের 
ঘুন্সিতে তাদের গোঁজা তফিল, তার ভেতর জীবনের পসরা ক্রয়ের রসদ 
মাছিরা গুণ গুণ করে বাজার সরগরম হয়ে ওঠে ক্রেতারা আসে কে কত 
মাছি ধরে খেতে পারে তার ওপর ঝুলে থাকে লাভ আর লোকসান 
জীবনের সে হাটে মাছিখোর হতে না পারার কষ্টের নামই মৃত্যু 
বেদানার দানা থেকে চুইয়ে পড়া রক্তের মতো প্রতি রাতে সে মৃত্যু আসে, আসেই। রাত, বেদানার কোয়া রাত - চারদিকে ডুমো ডুমো মাছিরা।
 news24bd.tv/ডিডি