নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যেতে পারে, আশঙ্কা ওবায়দুল কাদেরের

নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যেতে পারে, আশঙ্কা ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যেতে পারে এমন আশঙ্কা আছে, তবে তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দপ্তর বিষয়ক উপ-কমিটির সভায় যোগ দিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

জাতীয় পার্টির সঙ্গে জোট হবে কী হবে না, সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ।

বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সেই সাথে বিদেশি শক্তির ষড়যন্ত্র আছে।

শুধু নির্বাচন ভুণ্ডুল করা নয়; শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোই বিএনপি ও তাদের মিত্রদের মূল লক্ষ্য’, যোগ করেন ওবায়দুল কাদের।

জোটের শরীকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, শরিকদের আপত্তি থাকলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবে। স্বতন্ত্র প্রার্থী নিয়ে দলীয় প্রার্থীদের অস্বস্তি অমূলক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারো সুযোগ নেই।

news24bd.tv/তৌহিদ