প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আরও ১৬ প্রার্থীর রিট

ফাইল ছবি

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আরও ১৬ প্রার্থীর রিট

অনলাইন ডেস্ক

নির্বাচনে প্রার্থিতা বাতিলে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন আরও ১৬ প্রার্থী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে এসব আবেদন করেন তাদের আইনজীবীরা।

হাইকোর্টে রিট দায়েরকারীরা হলেন- সোহানা তাহমিনা, মুন্সিগঞ্জ-২; মো. তাজুল ইসলাম, কুড়িগ্রাম-১ (কংগ্রেস); মো হামিদুল হক, বগুড়া-১ (ডেমোক্রেটিক পার্টি); মোহাম্মদ হুমায়ুন কবির, কুমিল্লা-৫; আব্দুর রহিম ভুঁইয়া, কুড়িগ্রাম-৩; আবু সায়েম চৌধুরী,চাঁদপুর-৩; মোহাম্মদ জসিম উদ্দিন, মানিকগঞ্জ- ৩ (তৃণমূল বিএনপি) এবং মো. নুরুল বশার, কক্সবাজার-৪।

এছাড়া মো, মাসুদ রানা, ঢাকা-১০; মো. ফজলুল হক, কুড়িগ্রাম -৩; মোছা. তন্ময় আক্তার, জেলা- রাজশাহী; নাজিম উদ্দিন, সিলেট-৪; মো. তাজুল ইসলাম, চাঁদপুর-৩; আব্দুল মান্নান শিকদার, ঢাকা-৭; মো. দিদার হোসেন, চট্টগ্রাম-৬ এবং ময়মনসিংহ-৯ এর এ বি এম মোস্তফা খালেদ ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

এর আগে রোববার রিট আবেদনকারীরা হচ্ছেন- প্রার্থী হলেন, স্বপন কুমার সরকার, রাজবাড়ী সদর। খন্দকার আহসান হাবিব, টাঙ্গাইল সদর। জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সদর। মুহম্মদ খাইরুল বাশার লাভলু, নরসিংদী-৫।

সুব্রত চন্দ্র সরকার, নেত্রকোণা-২। সুলতান মাহমুদ, জয়পুরহাট। জাকির হোসেন, সিলেট-৩। সোহেল রানা, সাভার। মো. শামীম মিয়া, নেত্রকোণা-৫। মো. মোস্তফা জামাল, ঢাকা-১৫। নূর মোহাম্মদ মিয়া, শরীয়তপুর-৩। মোহাম্মদ আমিনুল ইসলাম, নরসিংদী-৫।

সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়েরকারীরা হচ্ছেন- মুন্সীগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীন। বিএনআরপি এর মো. ইউসুফ পারভেজ, ঝিনাইদহ সদর। বাংলাদেশ সুপ্রিম পার্টির নুরুল আলম, কক্সবাজার-৩। মো. শাহানাজ ব্যপারী, চাঁদপুর-৫। চৌধুরী এবাত নুর, কক্সবাজার-১। নুরুল করিম আফসার, চট্টগ্রাম- ৬। এস এম আশিক বিল্লাহ, ঢাকা-১০। সালমা আক্তার শিল্পী, পটুয়াখালী-৩। প্রফেসর আবু সাঈদ, পাবনা-১। মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল-৭। হোসাইন মোহাম্মদ ইসলাম, যশোর-৬। এস এম এনায়েত করিম, পটুয়াখালী-২।

হাইকোর্টের একাধিক বেঞ্চে এই আপিলগুলো শুনানি হতে পারে বলে জানা গেছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

news24bd.tv/কেআই