রাজবাড়ী-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নূরে আলম সিদ্দিকী হক

সংগৃহীত ছবি

রাজবাড়ী-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নূরে আলম সিদ্দিকী হক

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী-২ সংসদীয় আসনে নির্বাচনের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। বুধবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আপিল বিভাগ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নূরে আলম সিদ্দিকী হক জানান, ১ শতাংশ ভোটারের জমাকৃত স্বাক্ষর ত্রুটিপূর্ণ থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেছিল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে নির্বাচন কমিশনে আপিল করলে আপিল বিভাগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

 

এর আগে গত সোমবার রাজবাড়ী-২ আসনে একমাত্র স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের মনোনয়পত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

news24bd.tv/কেআই