গাজীপুরে ট্রেন দুর্ঘটনা তদন্তে দুই কমিটি

সংগৃহীত ছবি

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা তদন্তে দুই কমিটি

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পেছনের কারণ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর একটি জেলা প্রশাসন ও আরেকটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ সমর্থনে গাজীপুরে রেললাইন কেটে ফেলে অবরোধ সমর্থনকারীরা। এ ঘটনায় সাতটি বগি লাইনচ্যুত হয়ে একজনের মৃত্যু হয়।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা রেলপথের একটি অংশ কেটে রেখেছিল। ওই স্থানে ট্রেন পৌঁছালে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় পড়া টেনের সাতটি বগি লাইনের ওপর ওলটপালট হয়ে পড়েছে। একাধিক বগি ছিটকে পড়েছে পাশের ধানক্ষেতে।

বাংলাদেশ রেলওয়ের রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমার্শিয়াল) মোহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে রেল লেইন কেটে এ দুর্ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

রেলের সাত সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরকে।

আর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে গঠন করা হয়েছে গাজীপুর জেলা প্রশাসনের পাঁচ সদস্যের তদন্ত কমিটি। দুই তদন্ত কমিটিকেই আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

news24bd.tv/FA