খাসোগি হত্যাকারীদের বিচার তুরস্কের মাটিতেই: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

সালমান-খাসোগি।

খাসোগি হত্যাকারীদের বিচার তুরস্কের মাটিতেই: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় ১৫ সদস্যের যে দলটি জড়িত তাদের বিচার অবশ্যই তুরস্কের মাটিতে হতে হবে বলে জানিয়েছে দামেস্ক।

সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এ কথা বলেছেন।

সৌদি আরবের সরকারি কৌঁসুলি রিয়াদের তৎপরতা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করার পর এক প্রতিক্রিয়ায় চাভুসওগ্লু এ মন্তব্য করেন।

সৌদি কৌঁসুলি খাসোগি হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে।

জামাল খাসোগিকে হত্যা নিয়ে চাভুসওগ্লু বলেন, সৌদি আরবের দেওয়া বিবৃতিকে আমরা ইতিবাচকভাবে দেখছি তবে তা যথেষ্ট নয়। সৌদি আরব আমাদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনা শেয়ার করেছে। কিন্তু আমরা আগেই জেনেছি যে, এ হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত এবং খাসোগিকে হত্যার পর টুকরো টুকরো করা হয়। তারা কীভাবে খাসোগিকে হত্যা করবে এবং তার মৃতদেহ নষ্ট করবে তাও পূর্বপরিকল্পিত ছিল।

এজন্য বিশেষ কিছু যন্ত্রপাতি আনা হয়েছিল সৌদি কন্স্যুলেট জেনারেলের কার্যালয়ে।

সৌদি সরকারি কৌঁসুলি গতকাল স্বীকার করেছেন যে, জামাল খাসোগিকে জীবিত ধরে আনার জন্য সৌদি আরব থেকে একটি দল তুরস্কে যায় কিন্তু তারা সেখানে তাকে হত্যার পর লাশ টুকরো টুকরো করেছে। তবে এ ঘটনা সম্পর্কে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান কিছু জানেন না বলে সরকারি কৌঁসুলির মুখপাত্র দাবি করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর