প্রাথমিকে নিয়োগের ফল প্রকাশের বিষয়ে যা জানা গেলো

সংগৃহীত ছবি

প্রাথমিকে নিয়োগের ফল প্রকাশের বিষয়ে যা জানা গেলো

অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতায় ফলাফল তৈরির কাজ চলছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুয়েটে পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের কাজ করছে।

ইতোমধ্যে উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। এখন প্রার্থীদের উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ করছে তারা। উত্তরপত্র যাচাই-বাছাই শেষে বৈঠক করে ফল প্রকাশ করা হবে।

সূত্র আরও জানায়, কবে ফল দেওয়া হবে, সেই তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি।

ফলাফল নির্ভর করছে বুয়েটের উত্তরপত্র যাচাইয়ের এর ওপর। কয়েক দিনের মধ্যে উত্তরপত্র যাচাই-বাছাই শেষ হলে আগামী সপ্তাহে ফল হতে পারে। তবে দেরি হলে এরপরের সপ্তাহেও ফল প্রকাশ হতে পারে। তবে ডিসেম্বরের মধ্যে ফল হবে, এটা নিশ্চিত করে বলা যায়।

news24bd.tv/FA