ইয়াঙ্গুনে‘ শতাধিক রোহিঙ্গাসহ নৌকা আটক

রোহিঙ্গাসহ নৌকা

ইয়াঙ্গুনে‘ শতাধিক রোহিঙ্গাসহ নৌকা আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইয়াঙ্গুন শহরের উপকূলে একটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মিয়ানমার অভিবাসী কর্তৃপক্ষ। গ্রেপ্তার ওই রোহিঙ্গারা রাখাইনের মুসলিম সম্প্রদায়ের ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত বলে সরকারি সূত্র জানায়।

মিয়ানমারের ইয়াঙ্গুন শহর থেকে ৩০ কিলোমিটার দূরের একটি এলাকায় ১০৬ জন আরোহীসহ নৌকাটি আটক করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

এক অভিবাসন কর্মকর্তা বলেন, ‘আগের বছরের মতোই খুব সম্ভবত তারা রাখাইন থেকে এসেছে।

আমরা ধারণা করছি তারা রাখাইন রাজ্যের বাঙালি রোহিঙ্গা। ’

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা উখিয়া-টেকনাফের একাধিক শিবিরে আশ্রয় নিয়েছে। তারও আগে একই কারণে আরও চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। সব মিলে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গার বসবাস উখিয়া-টেকনাফে।

সূত্র: আল জাজিরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর