কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের বিরুদ্ধে যে কারণে অভিযোগ ট্রুডোর

ফাইল ছবি

কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের বিরুদ্ধে যে কারণে অভিযোগ ট্রুডোর

অনলাইন ডেস্ক

কানাডায় শিখ নেতা  হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের পর ভারতের বিরুদ্ধে অভিযোগ  করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সম্প্রতি তিনি কানাডাভিত্তিক গণমাধ্যম সিটিভি নিউজকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় ভিারতকে অভিযুক্ত করার কারণ জানিয়েছেন।  

সাক্ষাৎকারে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার অবস্থান ছিল কানাডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে।

তিনি বলেন, ভারতকে এই বার্তা দিতে চেয়েছেন যে এরকম ঘটনার যেন ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে।

কারণ কানাডায় বসবাস করা অনেক অভিবাসীই এ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছিলেন।  

ট্রুডো সাক্ষাৎকারে বলেন ‘তারা (ভারত) আমাদের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ করেছে। এটি সত্য নয়। তথ্যপ্রমাণ আছে।

তদন্ত এগোচ্ছে। উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের মতো কানাডাও যাবতীয় তথ্যপ্রমাণ প্রকাশ করে দেবে।
ট্রুডো গত ১৮ সেপ্টেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডায় নিজ্জরের হত্যাকাণ্ডে  ভারতেরহাত রয়েছে বলে অবিযোগ করেন।  

 ট্রুডোর অভিযোগ ভারত এখনো স্বীকার করেনি। বারবার বলেছে, ওই অভিযোগ অবাস্তব, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত।  

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক