জেনিন অভিযান সমাপ্ত করলো ইসরায়েল

সংগৃহীত ছবি

জেনিন অভিযান সমাপ্ত করলো ইসরায়েল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে চলমান সামরিক অভিযান সমাপ্ত হয়েছে বলে ঘোষনা করেছে ইসরায়েল সরকার। অভিযানটি প্রায় ৬০ ঘন্টা ধরে চলেছে এবং এই সময়কালে ১৪ জন তালিকাভুক্ত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

অভিযান চলাকালে ১০ জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে, সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে এবং অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে পশ্চিম তীরে এ পর্যন্ত মোট ২৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এর আগে একটি ভিডিও ফুটেজে ইসরায়েলি সৈন্যদের জেনিনের একটি মসজিদে প্রার্থনা করতে দেখা যায়। এই ঘটনার সাথে জড়িত সৈন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে, জেনিনের একটি হাসপাতালের ভেতরে এক নিরস্ত্র শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ডক্টরস উইদাউট বর্ডারের সমন্বয়ক ইরিন হুয়ের্তাস মার্টিন জানান, শিশুরা খেলা করছিলো এবং পাথর ছুড়ছিলো। সমস্যা হতে পারে জেনে আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলাম আর এমনি ইসরায়েলি সেনারা গুলি করে একটি বাচ্চাকে মেরে ফেলে।

মার্টিন আরও জানান, ইসরায়েলি সেনারা গত কয়েকদিন ধরেই রোগীদেরকে সেবা নেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছিলো এবং প্যারামেডিকদেরকে গাড়ি থেকে বের করে রাস্তায় হাটু গেড়ে বসিয়ে উলঙ্গ করে তল্লাশি চালাচ্ছিলো। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

news24bd.tv/ab