জেলেনস্কি এখন বেজায় খুশি

সংগৃহীত ছবি

জেলেনস্কি এখন বেজায় খুশি

অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট  জেলেনস্কি বর্তমানে বেজায় খুশি । কারণ ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে। সূত্র, সিএনএন।

এতোদিন ইউরোপীয় ইউনিয়ন নিশ্চুপ ছিল এ ব্যাপারে।

কারণ হাঙ্গেরির বিরোধিতায় বন্ধ ছিল এই আলোচনা।

ইউক্রেনের প্রেসিডেন্ট  জেলেনস্কি  ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে ‘ইউক্রেন ও ইউরোপ মহাদেশের  জয় ’ বলে অভিহিত করেছেন ।

গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ২৭টি দেশের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যেখানে মলদোভার সঙ্গেও আনুষ্ঠানিক সদস্যপদ নিয়ে আলোচনায় রাজি হয়েছে ব্লকটি।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে এ বিষয়ে সম্মতির কথা জানিয়ে এটিকে তাদের জনগণ ও মহাদেশটির জন্য আশার একটি স্পষ্ট সংকেত বলে অভিহিত করেছেন।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত ও একটি দিন যা আমাদের ইউনিয়নের ইতিহাসে খোদাই করা থাকবে।
news24bd.tv/ডিডি