শীতকালীন সবজিতে ভরা বাজার, তবুও দাম চড়া

সংগৃহীত ছবি

শীতকালীন সবজিতে ভরা বাজার, তবুও দাম চড়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাজারগুলো এখন শীতকালীন সবজিতে ঠাসা। তবুও দাম চড়া হওয়ায় স্বস্তি নেই ক্রেতাদের মাঝে। লাউ, সিম, বেগুনসহ বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার ওপরে।  

তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৩০ টাকায়।  

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, নতুন করে বেড়েছে আদা-রসুনের দাম। দাম বেড়েছে সয়াবিন তেলেরও। ৫ কেজি সয়াবিনের দাম ২০ টাকা বেড়ে এখন ৮৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

গরিবের আমিষের যোগানদাতা ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।  

দাম বেড়েছে সব ধরনের মুরগির; ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০টাকায়। সোনালী ৩১০, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশ’ টাকায়৷

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর