ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত।  ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ভরতের যুবারা।  

শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে দলীয় ১৩ রানে তিন উইকেট হারায় ভারত। ব্যাট করতে ২ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিং।

বাঁহাতি পেসার মারুফ মৃধার বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর ৬ বলে ১ রান করা আর্শিন কুলকার্নিকে নিজের দ্বিতীয় শিকার বানান মৃধা।

অধিনায়ক উদয় শাহারানকে রানের খাতাই খুলতে দেননি মারুফ। অর্থাৎ প্রথম তিন উইকেটে তিনটিই শিকার করেন এই বাঁহাতি পেসার।

এরপর দলের হাল ধরান চেষ্টা করেন প্রিয়ানসু মলিয়া ও শচিন দাস। তবে বাংলাদেশি বোলারদের তোপের মুখে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি শচিন। ২৩ রানের জুটিটি ভেঙে দেন ডানহাতি পেসার রোহানাত দৌল্লা বর্ষণ।

১৬ রানে বর্ষণের শিকার হন শচিন দাস। আর আরভানি আভানিশ হন রান আউট।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮০ রান। ২১ রান নিয়ে এখন ব্যাট করছেন মুশের খান এবং ৮ রান নিয়ে মুরুহান অভিশেক।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক