‘৭ জানুয়ারি নির্বাচন হলেও সরকার টিকবে না’

সংগৃহীত ছবি

‘৭ জানুয়ারি নির্বাচন হলেও সরকার টিকবে না’

অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আগামী ৭ জানুয়ারি  নির্বাচন হবে না। আর হলেও আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর  সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

খোকন বলেন, বিএনপির আন্দোলন সঠিক পথে আছে।

আওয়ামী লীগ বিপদে আছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ যা করেছে, বিএনপিও তা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।  

বিএনপির এই নেতা আরও দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে সামরিক শাসনের কোনো পার্থক্য নেই।  

তিনি বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগণের কোনো সমর্থন নেয়নি।

সরকার জনগণের ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।

news24bd.tv/আইএএম