যুবাদের এশিয়া কাপে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও জাপানের বিপক্ষে দাপুটে জয়ের পর শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল টাইগাররা। যেখানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের রীতিমত উড়িয়ে দেয় বাংলাদেশ। টানা তিন জয়ে সেমিফাইনালে উঠা টাইগাররা আজ ভারতের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
দুবাইয়ে আজ টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশি যুবারা। আর বল হাতে ম্যাচের দ্বিতীয় বলেই টাইগারদের এগিয়ে দেন মারুফ।
এরপর ইনিংসের সপ্তম ওভারে আবারো আঘাত হানেন মারুফ। ফলে স্কোরবোর্ডে মাত্র ১৩ রান উঠতেই তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে ভারত। চাপে পড়া ভারতীয় যুবাদের আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছেন রোহানাত দৌলা বর্ষণ। এই টাইগার বোলার এরপর ২ উইকেট নিলে ৬১ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে ভারতীয়রা।
তবে এরপর ধুঁকতে থাকা ভারতের হাল ধরেন মুশির খান ও মুরুগান অভিষেক। এ দুজন মিলে গড়েন ৮৪ রানের এক জুটি। মুশিরের ৫০ এবং অভিষেকের ৬২ রানের ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে শেষ পর্যন্ত ১৮৮ রানের সংগ্রহ গড়ে ভারত। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মারুফ।
news24bd.tv/aa