ঢাকার কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে জুবায়ের রহমান লামিম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
মৃত তরুণের বাবা শাহীন জানান, বেশ কয়েক বছর আগে লেখাপড়া ছেড়ে দিয়েছিল লামিম। বর্তমানে সে বেকার। তাই পরিবারের পক্ষ থেকে তাকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল।
তিনি বলেন, সকালে লামিম অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই। আমি কেরানীগঞ্জের পূর্ব চরাইল বনডাক পাড়ায় পরিবার নিয়ে থাকি।
news24bd.tv/কেআই