গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় কিশোর নিহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় কিশোর নিহত

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তাহাজেদ শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত তাহাজেদ শেখ উপজেলার খায়ের হাট এলাকার হামিদ শেখের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, উপজেলার খায়ের হাট এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাহাজেদ শেখকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

 

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পরে সেখানে তার মৃত্যু হয়।  

news24bd.tv/কেআই