চাঁপাইনবাবগঞ্জে ভটভটিতে ট্রাকের ধাক্কায় মো.বাবলু নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত বাবলু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত মোস্তাকিন আলীর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, গরু বোঝাই একটি ভটভটি নয়াগোলার দিক থেকে শহরের বটতলা হাটে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে আছে এবং ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে।
news24bd.tv/কেআই