ইউক্রেনের ৫০ বিলিয়ন ইউরোর তহবিল আটকে দিল হাঙ্গেরি

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি: সংগৃহীত

ইউক্রেনের ৫০ বিলিয়ন ইউরোর তহবিল আটকে দিল হাঙ্গেরি

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাঙ্গেরি দেশটির জন্য ইইউর অর্থ সহায়তা হিসেবে ৫০ বিলিয়ন ইউরোর একটি তহবিল আটকে দিয়েছে। খবর বিবিসির।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার ওই বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনে অতিরিক্ত অর্থ প্রদানে ভেটো দেওয়ার কথা জানান।

ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেছেন, আগামী বছরের শুরুতে আবার এই তহবিল নিয়ে সমঝোতা আলোচনা শুরু করা হবে।

 রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেন অনেকটাই ইইউ ও মার্কিন অর্থায়নের ওপর নির্ভরশীল।

হাঙ্গেরি দীর্ঘদিন ধরে ইউক্রেনের ইইউ সদস্য হওয়ার বিরোধিতা করেছে, কিন্তু বৃহস্পতিবার সেই পদক্ষেপে ভেটো দেয়নি। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের একজন মুখপাত্র বলেছেন, চুক্তিটি সর্বসম্মত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইউক্রেন ও মলদোভাকে ইইউ এর সদস্যপদ দেওয়া এবং জর্জিয়াকে প্রার্থীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেন ইইউ নেতারা।

এর পরেই ওরবান ইউক্রেনে সহায়তায় অবরোধ ঘোষণা করে।

news24bd.tv/DHL