নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী : ইসি আলমগীর

সংগৃহীত ছবি

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী : ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার  কার্যালয়ে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। কমিশনার বলেন, নির্বিঘ্নে যেন ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুনেছি কিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

যেটি আইনের দৃষ্টিতে অপরাধ।

এসময় নির্বাচন কমিশনার কোনো প্রকার গুজবে কান না দেয়া দেয়ার জন্য আহ্বান জানান। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট প্রদানের জন্য আহ্বান জানান নির্বাচন কমিশনার।

নাশকতাকারীদের বিরুদ্ধে তিনি বলেন, মাঠে আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা তৎপরতা রয়েছে, কেউ নাশকতা করলে ছাড় পাবেন না।

নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই।

বৈঠকে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA