দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বসুন্ধরা গ্রুপের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে: আহমেদ আকবর সোবহান

সংগৃহীত ছবি

দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বসুন্ধরা গ্রুপের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে: আহমেদ আকবর সোবহান

অনলাইন ডেস্ক

বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার প্রতিটি ক্ষেত্রে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। আজ রোববার কুর্মিটোলা গলফ ক্লাবে ‘এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ’ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেছেন তিনি।  

সমাপনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেছেন, ‘ক্রীড়াঙ্গনে আমাদের রয়েছে উল্লেখযোগ্য অর্জন। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে গলফ।

আমাদের ক্রীড়াবিদরা অর্জন ও সাফল্যের এক অনন্য গল্প বুনছেন, বাংলাদেশের পতাকাকে গবের্র সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন, যা আমাদের জন্য অনুপ্রেরণামূলক। আমি দৃঢ়ভাবে সবাইকে জানাতে চাই যে জাতির অগ্রগতির অংশীদার হিসেবে দেশের খেলাধুলার পরিধি ও পরিসরের বৃদ্ধি এবং সম্প্রসারণে সহায়তা করতে বসুন্ধরা গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। ’ 

এসময় প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, 'একটি জাতি হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও জাতীয় উন্নয়নের অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে যে সমৃদ্ধি ও প্রবৃদ্ধির দিকে অগ্রসর হয়েছে, সেই সাফল্যের গল্প রচনায় প্রতিরক্ষা বাহিনীর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিজয় দিবস গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, 'আমি আজ এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্ট ২০২৩-এর বিজয়ীদের এবং অংশগ্রহণকারীদের তাদের সাফল্য এবং কৃতিত্বের জন্য অভিনন্দন জানাতে চাই এবং সামনের সময়গুলোতে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। '

তিনি আরও বলেন, 'পরম করুনাময় সর্বশক্তিমান আল্লাহ আমাদের জাতিকে ক্রমাগত সাফল্য দ্বারা সমৃদ্ধি করুন এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত জাতি এবং ২০৪০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার স্বপ্ন পূরণে আমাদের সক্ষম করুন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা শিগগিরই বাস্তবায়িত হোক এবং এটি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। '

এরপর সবাইকে নতুন ইংরেজি বর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন আহমেদ আকবর সোবহান।

news24bd.tv/SHS