লিভারপুল-ম্যানইউ ম্যাচে জেতেনি কেউ

সংগৃহীত ছবি

লিভারপুল-ম্যানইউ ম্যাচে জেতেনি কেউ

অনলাইন ডেস্ক

ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচ মানেই অন্যরকম এক আবহ। দুই সফলতম ক্লাব বলে কথা। তবে বর্তমান ফর্ম বিবেচনায় অনেকে সুপার সানডেতে বড় জয় দেখছিল লিভারপুলের। কিন্তু তা হয়নি।

উল্টো ইউনাইটেডের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছে অল রেডরা। তাতে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ।  

রোববার রাতে হাইভোল্টেজ ম্যাচে অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথেয়তা দেয় লিভারপুল। সম্প্রতি ইউনাইটেডের বাজে সময়টাকে কাজে লাগিয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে লিভারপুল।

সালাহ-নুনেজ-দিয়াজের একের পর এক আক্রমণে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে রেড ডেভিলসরা। প্রথম হাফে ১৫টি শট নেয় লিভারপুলের ফুটবলাররা। বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেড নেয় মাত্র দুটি শট।

গোলশূন্য প্রথম হাফ শেষ হওয়ার পর দ্বিতীয় হাফে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। দুই দলই পরিবর্তন নিয়ে আসে, তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না। ম্যাচ শেষের কিছুক্ষণ আগে ডি-বক্সের ভেতরে অনিচ্ছাকৃত বলে হাত লেগে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লুক শর। তাতে পেনাল্টির আবেদন করে লিভারপুলের ফুটবলাররা। তবে রেফারি তাদের আবেদনে সাড়া দেয়নি।  

ম্যাচের বাড়ানো সময়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে দুই হলুদ কার্ডের বিপরীতে লাল কার্ড দেখেন ইউনাইটেড ডিফেন্ডার দিয়োগো দালত। শেষ দুই মিনিট দশ জন নিয়েও ভালো ডিফেন্ড করে গেছে ইউনাইটেড। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এ ম্যাচ শেষে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।

news24bd.tv/SHS