দেশব্যাপী চলছে প্রতীক বরাদ্দ 

সংগৃহীত ছবি

দেশব্যাপী চলছে প্রতীক বরাদ্দ 

অনলাইন ডেস্ক

উৎসবমুখর পরিবেশে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে। রাজনৈতিক দলগুলো তাদের দলীয় প্রতীক পাচ্ছেন। আর যারা স্বতন্ত্রপ্রার্থী রয়েছেন, তাদের ইচ্ছে অনুযায়ী প্রতীক দেওয়া হচ্ছে। কিন্তু কোনো প্রার্থীর প্রতীক যদি একই রকম হয়, সে ক্ষেত্রে লটারির মাধ্যমে দেওয়া হচ্ছে।

 

সারাদেশে ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। ৩০০ আসনে ১৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা মহানগরে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১২৫ জন প্রার্থী।  

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। প্রতীক হাতে নেওয়ার পর প্রার্থীরা বলছেন, ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। পাস করলে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলার কথা বলেন প্রার্থীরা।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক