গাড়িবহরে হামলার পর নিরাপদে বাইডেন

সংগৃহীত ছবি

গাড়িবহরে হামলার পর নিরাপদে বাইডেন

অনলাইন ডেস্ক

রোববার (১৭ ডিসেম্বর) রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরের সাথে একটি গাড়ির ধাক্কা লাগার পর তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ডেলাওয়ারের উইলমিংটনে নির্বাচনী প্রচারণাকেন্দ্র থেকে বেরিয়ে আসার পরপরই বাইডেন এই দূর্ঘটনার শিকার হন।

ঘটনার সময় বাইডেন তার নির্বাচনী প্রচারনার কর্মীদের সাথে নৈশভোজ করছিলেন। নৈশভোজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডেলাওয়ারের লাইসেন্সপ্রাপ্ত একটি রুপালি রঙের গাড়ি তার গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি এসইউভিকে ধাক্কা দেয়।

কিছুক্ষণের মধ্যেই গাড়িটিকে সিক্রেট সার্ভিস ঘিরে ফেলে এবং গাড়িচালকের দিকে অস্ত্র ধরে তাকে গাড়ি থেকে বের করে আনা হয়।

সিসিটিভি ক্যামেরায় সিক্রেট সার্ভিস এজেন্টদেরকে বাইডেনকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায়। ঘটনার পর বাইডেন ও তার স্ত্রী নিরাপদে বাড়ি পৌঁছেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

news24bd.tv/ab