আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২৭ ডিসেম্বর

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২৭ ডিসেম্বর

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণা করবেন দলের সভাপতি শেখ হাসিনা।  

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে।

জোটে আসনসংখ্যা কমে যাওয়ার বিষয়ে ১৪ দলকে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নৌকার প্রার্থীর বাইরে যারা আছে সবাই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী। বিরোধী দলের বিষয় নির্বাচনের পরে ঠিক হবে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভাগবাটোয়ারার নির্বাচন বিএনপির পক্ষে মানায়।

নির্বাচনে এলে তাদের জয়ের কিছুটা সম্ভাবনা থাকতো।

যে ৪০ বুদ্ধিজীবী জ্বালাওপোড়াও সমর্থন করছেন তারা বিএনপির দালাল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, কৃষিমন্ত্রীর নামে একটি ইন্টারভিউ ছাপা হয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত।  

নির্বাচনের আনার জন্য কারো অপরাধকে ক্ষমা করব আওয়ামী লীগ তেমন দল নয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট সেটার ঊর্ধ্বে গিয়ে বিএনপিকে এ ধরনের প্রস্তাব দেবে সেটা উদ্ভট। এ ধরনের কোনো প্রস্তাব আওয়ামী লীগ দেয়নি।

পদ্মাসেতুর ঋণের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে ঋণের আরও ৩১৫ কোটি ৭ লাখ টাকা সরকারের  অর্থবিভাগকে পরিশোধ করা হয়েছে। এ পর্যন্ত মোট ১১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক