ভিক্ষুক বেশে ৮ বছর পালিয়ে ছিলেন তিনি

ভিক্ষুক বেশে ৮ বছর পালিয়ে ছিলেন তিনি

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম 

কুড়িগ্রামে সাজার ভয়ে ভিক্ষুক বেশে পালিয়েও শেষ রক্ষা হলো না এক পলাতক আসামির। দীর্ঘ ৮ বছর পলাতক থাকার পর সোমবার (১৮ ডিসেম্বর) পুলিশের জালে আটকা পরেন মো. চান মিয়া নামে ওই আসামি। তার বিরুদ্ধে মন্দিরের মূল্যবান মূর্তি ও মালামাল চুরির অভিযোগ ছিল।

আদালত কর্তৃক ৩ বছরের সাজা থেকে বাঁচতে তিনি ভিক্ষুক বেশে ৮ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।

ধৃত আসামি চান মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার হায়াৎ খা এলাকান বাসিন্দা। ২০০৮ সালে উপজেলা শহরের গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও মালামাল চুরির মামলায় অভিযুক্ত চান মিয়াকে আদালত দোষী সাব্যস্ত করে ২০১৫ সালে তিন বছর সাজা প্রদান করেন।

এর আগে গতকাল রোববার রংপুর নগরীর লালবাগ এলাকায় চান মিয়াকে ভিক্ষা করার সময় হাতেনাতে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন।

তিনি জানান, উলিপুর থানা-পুলিশের চৌকস তদন্তে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেন তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা-পুলিশ।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক