ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ায় পুতিনের হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ায় পুতিনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

রাশিয়ার অন্যতম প্রতিবেশী দেশ ফিনল্যান্ড ন্যাটোভুক্ত হওয়াতে দেশটিকে সতর্ক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আধিপত্য রুখতে আগে থেকেই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে আসছিলেন পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে পুতিন ফিনল্যান্ডকে নিয়ে বলেছেন, তাদের সাথে আমাদের কোনো বিবাদ ছিলোনা। তাহলে কেনো তারা ন্যাটোতে যোগ দিয়েছিলো।

এতদিন কোনো সমস্যা হচ্ছিলোনা কিন্তু এখন থেকে হবে। অঞ্চলটিতে নিজেদের সামরিক শক্তি জোরদার করারও ইঙ্গিত দেন তিনি।

ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানের মাঝখানেই ন্যাটো আক্রমণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে পুতিন জানান, এ যুদ্ধে রাশিয়ার কোনো আর্থ-সামাজিক বা সামরিক স্বার্থ নেই। ন্যাটোভুক্ত দেশগুলোর সীমা নিয়ে মস্কোর কোনোপ্রকার মাথাব্যথা নেই বলেও জানান তিনি।

পারস্পরিক সম্পর্ক যাতে খারাপ না হয় সে বিষয়েও লক্ষ্য রাখছে মস্কো।

উল্লেখ্য, ফিনল্যান্ড ৩১ তম দেশ হিসাবে  বিশ্বের বৃহত্তম সামরিক সহযোগিতার জোট ন্যাটোতে এ বছরের এপ্রিল মাসে যোগদান করে। যদিও এর আগে থেকেই প্রতিবেশী দেশগুলোকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখতে সতর্ক করে আসছিলো মস্কো।

news24bd.tv/SC