‘সুপ্রিমকোর্টের রায়ে স্বৈরশাসকদের সব কুকীর্তি অবৈধ হয়ে গেছে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন- ফাইল ছবি।

‘সুপ্রিমকোর্টের রায়ে স্বৈরশাসকদের সব কুকীর্তি অবৈধ হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের রায়ে স্বৈরশাসকদের সব কুকীর্তি অবৈধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, এখন আর কেউ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবেন না।

সোমবার (১৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্ট দিবস অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে সুপ্রিমকোর্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

এদিন জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবসের আনুষ্ঠানিকতা।

স্মারক পুস্তিকার উন্মোচন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সংবিধানের গণ্ডির মধ্যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগকে সতর্কতার সাথে আটকে রাখতে হবে বিচার বিভাগকে।

জনগণের ন্যায়বিচার প্রাপ্তির মধ্য দিয়ে ত্রিশ লাখ শহীদের রক্তে ভেজা সংবিধানের যথাযথ মর্যাদা সুপ্রিম কোর্ট নিশ্চিত করবে এমন প্রত্যাশা রাখেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

news24bd.tv/FA