নির্বাচনী উত্তাপ দেশজুড়ে

নির্বাচনী উত্তাপ দেশজুড়ে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী উত্তাপে গোটা বাংলাদেশ। প্রতীক বরাদ্দের পর শুরু হলো আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ক্ষমতাসীনদের সাথে পাল্লা দিয়ে মাঠে নেমেছেন জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। নিজেদের বিজয় নিশ্চিতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

তবে ভোটার উপস্থিত নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা।

ঢাকার রাস্তায় যেনো তারার মেলা। প্রতীক হাতে পেয়েই প্রচারণায় ঢাকা ১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস। বিএনপি মাঠে না থাকায় কৌশল নিয়ে আগাতে আলোচনা সভা করছেন এই আসনের জাতীয় পার্টি প্রার্থী শাহজাহান।

মিরপুর থেকে প্রচারণা শুরু করেন নৌকা প্রার্থী যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল। পাল্লা দিয়ে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা ৮ আসনে প্রচারণায়  নৌকার প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম। এলাকা বিনির্মাণে দেন নানান প্রতিশ্রুতি।

এবারের সংসদ নির্বাচন স্বতন্ত্রদের অভয়ারণ্য, তাই নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে মাঠে নেমেছেন তারা। পুরান ঢাকায় নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন আবু হোসেন বাবলা।

ঢাকার বাইরেও প্রার্থীদের উত্তাপ ছড়িয়েছে। ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মাগুরা-১ আসনে নৌকার কাণ্ডারি ক্রিকেটার সাকিব আল হাসান।

প্রার্থীদের এই প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

news24bd.tv/FA