কিউই মেয়েদের সুপার ওভারে হারাল পাকিস্তান

সংগৃহীত ছবি

কিউই মেয়েদের সুপার ওভারে হারাল পাকিস্তান

অনলাইন ডেস্ক

সিরিজ খোয়ানো নিশ্চিত হয়েছিল প্রথম দুই ওয়ানডে হেরে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে ধবলধোলাই এড়িয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। আজ সোমবার ক্রাইস্টচার্চে সুপার ওভারে শেষ ওয়ানডে জিতেছে তারা।

ক্রাইস্টচার্চে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছিল নিউজিল্যান্ড।

জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫১ রান করে পাকিস্তানও। ম্যাচ টাই হলে সুপার ওভারে শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে বোলিং করেন অ্যামিলিয়া কার। অভিজ্ঞ এই স্পিনারকে চার মেরে শুরু করেন আলিয়া রিয়াজ।
তবে পরের বলই ডট দিয়ে ফেরেন কার। তৃতীয় ও চতুর্থ বলে দুটি ডাবলস নিয়েছে পাকিস্তান। পঞ্চম বলটি ব্যাটে খেলতে না প্রান্ত বদল করেন দুই ব্যাটার। শেষ বলে প্রথমবার স্ট্রাইক পেয়ে ২ রান নেন ফাতিমা সানা। সবমিলিয়ে ১১ রান তুলেছে পাকিস্তান।

১২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলে এক রান নেন সুফি ডেভাইন। সাদিয়া ইকবালের করা দ্বিতীয় বলে গোল্ডেন ডাক খেয়েছেন কার। তৃতীয় বলে গ্রিন এক রানের বেশি নিতে পারেননি। শেষ ৩ বলে যখন ১০ রান দরকার, তখন চতুর্থ বলে ছক্কা মেরে সমীকরণ সহজ করেন সুফি। তবে পরের বলেই তাকে সাজঘরে ফিরিয়ে কিউইদের কফিনে শেষ পেরেক মারেন সাদিয়া।

এর আগে প্রথম ওয়ানডেতে ১৩১ রানে নিউজিল্যান্ডের কাছে হারে পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডে অবশ্য এতটা একপেশে হয়নি। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কিউইরা ম্যাচ জেতে ১ উইকেট হাতে রেখে।

news24bd.tv/SHS