প্রতীক পেয়ে টুঙ্গিপাড়ায় সাকিব

সংগৃহীত ছবি

প্রতীক পেয়ে টুঙ্গিপাড়ায় সাকিব

গোপালগঞ্জ প্রতিনিধি 

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি বেদিতে তিনি শ্রদ্ধা জানান। এসময় পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন সাকিব।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, রাজনীতি ও ক্রিকেট মাঠে সমানভাবে সক্রিয় থাকতে চাই।

আপাতত নির্বাচনি কাজ করব এবং বিজয়ী হলে কীভাবে এলাকার উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা করছি।

তিনি আরও বলেন, রাজনীতি আর খেলার মাঠে সমান তালে কাজ করব।

এর আগে সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে মাগুরা-১ আসনের প্রার্থী সাকিবকে তার নৌকা প্রতীক বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

প্রতীক পেয়ে গণমাধ্যমকে সাকিব জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের ভোটদানে আগ্রহী করার কাজটিকেই সবচেয়ে ‘বড় চ্যালেঞ্জ’।

এসময় তিনি আরও বলেন, মাগুরা থেকে আর পাওয়ার কিছুই নেই তার, এবার তার ‘দেবার পালা’। ভোটে জয় পেলে সেই চেষ্টাই তিনি করবেন।

news24bd.tv/SHS