স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া পেলেন ঈগল প্রতীক 

সংগৃহীত ছবি

ফরিদপুর-২ আসনে 

স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া পেলেন ঈগল প্রতীক 

ফরিদপুর প্রতিনিধি:

আগামী জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পূর্ণ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।  এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া ঈগল প্রতীক পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছ থেকে এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার পক্ষ থেকে তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঈগল প্রতীক গ্রহণ করেন।  

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলার ৪টি আসনের সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

 

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার সাথে সাথেই এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া তার নির্বাচনী এলাকা সালথা ও নগরকান্দার প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন তিনি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

news24bd.tv/কেআই