ইরানের তেলের পাম্পে সাইবার হামলা

সংগৃহীত ছবি

ইরানের তেলের পাম্পে সাইবার হামলা

অনলাইন ডেস্ক

হ্যাকারদের করা সাইবার হামলায় অচল হয়ে পড়েছে ইরানের তেলের পাম্পগুলো। ইসরায়েলের সাথে সম্পর্কিত একটি হ্যাকার গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্সের।

এর আগে ইরানের তেলমন্ত্রী জাভাদ অউজি জানিয়েছিলেন হ্যাকারদের হামলায় ইরানের ৭০ শতাংশ তেলের পাম্প বন্ধ হয়ে গিয়েছে এবং এর পেছনে বাইরের শক্তির হাত থাকতে পারে।

পরবর্তীতে তার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা ৩.৮০০টি তেলের পাম্পের মধ্যে ১,৬৫০টি সচল আছে বলেও জানান তিনি।

ইরান ও ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, গনজেশক দারান্দে বা ভয়াল টিয়াপাখি নামের একটি ইসরায়েলি হ্যাকার গ্রুপ এই হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে দলটি জানায়, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্থ না হয় সেই হিসাব করেই আমরা হামলা চালিয়েছি। মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসনের জবাব দিতেই আমরা হামলাটি করতে বাধ্য হই।

ইরান সরকার জানায়, হ্যাকার গ্রুপটি এর আগেও ইরানে হামলা চালিয়েছে। গত বছর দেশটির একটি লোহা কারখানায় বিস্ফোরনের পেছনেও দলটির হাত ছিলো। এমনকি ২০২১ সালে এক সাইবার হামলার ফলে ইরানজুড়ে তেল বিক্রি বন্ধ হয়ে গিয়েছিলো।

news24bd.tv/ab