মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন সিআইএ প্রধান

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন সিআইএ প্রধান

অনলাইন ডেস্ক

বন্দীবিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য যাচ্ছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান বিল বার্নস। সফরে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নির সাথে দেখা করবেন তিনি। খবর রয়টার্সের।

শনিবার (১৬ ডিসেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বন্দীবিনিময়ের জন্য নতুন চুক্তি হতে যাচ্ছে বলে আভাস দেন।

এর আগে মোসাদের প্রধান কাতারের প্রধানমন্ত্রী এবং পোল্যান্ডের বিশেষ বাহিনীর মন্ত্রী টমাস সিমোনিয়াকের সাথে এ ব্যাপারে কথা বলতে দেখা করেন।

এক্সে প্রকাশিত এক পোস্টে টমাস জানান, সোমবার (১৮ ডিসেম্বর) আমার অতিথি ছিলেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে পোল্যান্ড-যুক্তরাষ্ট্র যৌথ সহযোগিতার বিষয়ে কথা বলেছি। এছাড়াও, ন্যাটোর সামনে যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোও আমরা আলোচনা করেছি।

আলোচনায় আমরা আমাদের দুই দেশের গোয়েন্দা বাহিনীর মধ্যে সমন্বয় করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছি।

news24bd.tv/ab