'ড. কামাল হোসেনের এতো অধঃপতন দুঃখজনক'

ছবি সংগৃহীত

'ড. কামাল হোসেনের এতো অধঃপতন দুঃখজনক'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের এত অধঃপতন হয়েছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জ্বালাও-পোড়াও করলো, পুলিশের উপর হামলা করলো, তিনি একটা কথাও বললেন না। বিক্রি হয়ে গেলেন অপশক্তির কাছে, এটা দুঃখজনক।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। ডিসেম্বর মাসে কোনও সময়ই বাঙালি মুক্তিযুদ্ধে বিশ্বাসী দল পরাজিত হয়নি। সেই পাক-হানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। আওয়ামী লীগ সেই নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেই নেতৃত্ব দিয়েছিল।

সেই বিজয় থেকেই আমরা বিশ্বাস করি বিজয় মাস এলে জাতি ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে। ডিসেম্বরের নির্বাচনেও একাত্তরের অপশক্তিকে পরাজিত করে আমরা বিজয় লাভ করবো।

 নাসিম বলেন, ডিসেম্বর মাস এলেই কেন বিএনপি-জামায়াত জোটের একাত্তরের সেই পরাজয়ের কথা মনে হয় । ডিসেম্বর মাস এলে তারা আতঙ্কিত হয়। আমরা দেখলাম নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করল, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একাধিকবার নির্বাচনের তারিখ পেছানোর জন্য বলা হলো। নির্বাচন কমিশন তাদের অনুরোধে তারিখ পরিবর্তন করল। এই ব্যাপারে আওয়ামী লীগ কিংবা ১৪ দল কেউ আপত্তি করেনি। এরপরও দেখলাম তারা আবার আবদার করলো। ডিসেম্বর মাসে তারা নির্বাচন করতে চায় না। বিজয়ের মাস অতিক্রম করে নির্বাচন করতে চায়। এতেই সন্দেহ হয় ডিসেম্বর মাস এলেই তারা ভয় পায়।


NEWS24▐ কামরুল
 

সম্পর্কিত খবর