৫ বছর পর সৌম্যর ওয়ানডে সেঞ্চুরি

সংগৃহীত ছবি

৫ বছর পর সৌম্যর ওয়ানডে সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

অনেক সমালোচনার পর বলার মতো কিছু করে দেখাতে পারলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক মেরে সমালোচকদের রোষানলে পড়লেও, দ্বিতীয় ম্যাচে সৌম্য তুলে নিয়েছে সেঞ্চুরি। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে এটি সৌম্যর তৃতীয় সেঞ্চুরি।

নেলসনের সেক্সটন ওভালে আজও বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সৌম্য সরকার। নিউজিল্যান্ড টসে জিতে সফরকারী দলকে ব্যাটিংয়ে পাঠিয়ে চাপে ফেললেও সৌম্য ছিলেন অবিচল। আগের দুই ওয়ানডেতেই যে তিনি ডাক মেরেছেন, তা বোঝা গেল না তার দারুণ ব্যাটিং দেখে।

বাংলাদেশ আজ প্রথম উইকেট হারায় ১১ রানেই।

২ রান করে ফিরে যান এনামুল হক বিজয়। নাজমুল হোসেন শান্ত নিজের উইকেট বিলিয়ে আসেন ব্যক্তিগত ৬ রান করে। দুই অঙ্কের দেখা পাননি রানখরায় ভুগতে থাকা লিটন দাসও। তিনিও ৬ রান করেই বিদায় নেন।

বিজয়-শান্ত-লিটনরা আসা-যাওয়ার খেলায় নাম লেখালেও অপরপ্রান্তে রান তুলছিলেন সৌম্য। ৫৮ বলে ফিফটি তুলে নেন তিনি। যে ওভারে সৌম্য ফিফটি তোলেন, ওই ওভারেই দুইবার আউট হতে পারতেন তিনি। তবে একবার তাকে জীবন দেন রাচিন রবীন্দ্র ক্যাচ ছেড়ে। অন্যবার, আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

জীবন পেয়ে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন সৌম্য। প্রথমে তাওহীদ হৃদয়কে নিয়ে ৩৬ রানের জুটি, পরে মুশফিকুর রহিমকে নিয়ে ৯১ রানের জুটি - বাংলাদেশও হাঁটতে থাকে লড়াকু স্কোরের পথে। হৃদয় এদিন রানআউট হওয়ার আগে ১২ রানের বেশি করতে পারেননি। মুশফিক সাজঘরে ফেরেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৪৫ রান আসে তার ব্যাট থেকে। তবে ১১৬ বলে ঠিকই তিন অঙ্কের ঘরে পৌঁছে যান সৌম্য।

এদিকে, সেঞ্চুরির পরপরই রান তোলার গতি বাড়িয়েছেন সৌম্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সঙ্গী মেহেদী হাসান মিরাজকে (১৯) হারালেও তানজীম হাসান সাকিবকে নিয়ে খেলছেন সৌম্য। বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভারে ২৪৩ রান।

news24bd.tv/SHS