৭০ শতাংশ লোক নৌকায় ভোট দিতে প্রস্তুত: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

৭০ শতাংশ লোক নৌকায় ভোট দিতে প্রস্তুত: কাদের

অনলাইন ডেস্ক

দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা বিদেশি সমীক্ষায় এসেছে। তাই যারা ভোট কেন্দ্রে আসতে বাধা দেবে, ভোট দিতে বাধা দিবে, এদের প্রতিহত করা হবে।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে। ওই দিন ১ হাজার ৮৯৬ জন খেলবেন। আর বিএনপি ২৮ তারিখ (গত ২৮ অক্টোবর) লাল কার্ড খেয়ে এই খেলা থেকে বিদায় নিয়েছে। ’

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের সড়কে শোভাযাত্রার জন্য মঞ্চ তৈরি করা হয়।

বেলা দেড়টা থেকে শত শত পিকআপ ভ্যানে করে বিপুলসংখ্যক নেতাকর্মী ওই এলাকার সড়কে এসে জড়ো হতে থাকেন। ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে বিকেল ৪টায় শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। ঢোলবাদ্য বাজিয়ে কয়েক হাজার নেতাকর্মী বিজয় শোভাযাত্রায় অংশ নেন। সেখানে মাইকে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’সহ নানা ধরনের গান বাজানো হয়। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে বিজয় শোভাযাত্রা শেষ হয়। ঢাকা মহানগরের বিভিন্ন সংসদীয় আসনের নৌকার প্রার্থীদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতির কারণে এটি অনেকটাই নির্বাচনী শোভাযাত্রায় পরিণত হয়।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় ওবায়দুল কাদের ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১৯ জন এমপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। ছাড়াছাড়ি নাই। ৭ জানুয়ারি ফাইনাল। বিএনপি নাই। খবর নাই। এক দফা ভুয়া, বিএনপি ভুয়া, ধানের শীষ ভুয়া। দল আছে ২৭টা। খেলার মাঠ বাংলাদেশ। তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা বলে তারা ভুয়া। টিআইবি ভুয়া, ইফতেখার (ইফতেখারুজ্জামান) ভুয়া, সুজন ভুয়া, বদিউজ্জামান (বদিউল আলম) ভুয়া, এগুলো সব ভুয়া, এরা সব বিএনপির দোসর। ’

২৮ অক্টোবল লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে দাবি করে কাদের বলেন, ‘তাদের নেতা নাই, আন্দোলন করবে কাকে দিয়ে? নির্বাচন করবে কাকে দিয়ে? ৭০ শতাংশ লোক তৈরি হয়েছে শেখ হাসিনার নৌকাকে ভোট দেওয়ার জন্য। আগামী বছর আবার আন্দোলন হবে। এ বছর পারল না, আগামী বছর আন্দোলন শুরু হবে। রোজার ঈদ, কোরবানির ঈদ করে পাঁচ বছর কেটে যাবে। পরের পাঁচ বছর শেষে গিয়ে আবারও আন্দোলন। ’

গতকাল ভোরে রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মা-মেয়েসহ চারজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ট্রেনে চারটি তাজা প্রাণ ঝরে গেল। এটা গাজায় ইসরায়েলের যে হত্যাকাণ্ড সেই একই দৃশ্য বাংলাদেশে দেখলাম। যারা হত্যা করেছে তাদের ক্ষমা নাই। ’

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ্সহ অনেকে।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক