গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭

সংগৃহীত ছবি

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৬৭ জনে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সবশেষ খবরে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান এ যুদ্ধে প্রায় ২০ হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৫২ হাজার ৫৮৬ জন। যদিও এ সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়।

কারণ ইসরায়েলিদের হামলায় ধসে পড়া ভবনের নিচে প্রায় ৮ হাজার মানুষ আটকে পড়ে আছেন।

অপরদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি। আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন।

যুদ্ধে ইসরায়েলের প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন।

ইসরায়েলিদের দাবি তাদের হামলায়, হামাসের ৫ হাজারের বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছেন।

গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার ভয়াবহতার তীব্রতা বাড়ায়; আন্তর্জাতিক সম্প্রদায় এখন যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও যুদ্ধবিরতির প্রস্তাব স্থগিত হয়েছে।  

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে প্রতিদিনই মানুষ প্রাণ হারাচ্ছেন।

news24bd.tv/SHS