মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার ঘটনায় মামলা দায়ের

সংগৃহীত ছবি

মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস টেনে অগ্নিসংযোগ ও  যাত্রী  হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ট্রেনটির পরিচালক (গার্ড) খালেদ  মোশারেফ বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে  ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দন্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেন বলে জানান রেলওয়ে বিশেষ শাখার পুলিশ সুপার।

আগুনের ঘটনায় মা ও শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। গণমাধ্যমকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে।

এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে।

আগুন লাগার কারণ এখনো পর্যন্ত  জানা যায়নি।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক