পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে রাশিয়া

সংগৃহীত ছবি

পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে জয়লাভের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। যুদ্ধে মোতায়েনের জন্য নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সম্পূর্ণ প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে এক কনফারেন্সে অংশ নিয়ে পুতিন বলেন, আমরা ইউক্রেনে আমাদের বিশেষ অভিযান চালিয়ে যাবো।

আমাদের ক্ষতি করার সকল চেষ্টাই ব্যহত হয়েছে। ইউক্রেন বা যুক্তরাষ্ট্র কি চায় আমাদের সাথে সমঝোতা করতে? তারা চাইলে এমনটা করতে পারে তবে আমরা কখনোই যা আমাদের তা ছেড়ে দেবো না।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে শোষণ করছে এবং রাশিয়ার ইউরোপ আক্রমণের কোনো পরিকল্পনা নেই। রাশিয়া তার নিজ স্বার্থ বজায় রেখে ইউরোপ, আমেরিকা বা ইউক্রেনের সাথে আলোচনা করতে রাজি আছে।

তবে আগামী ১০-২০ বছরেও রাশিয়া ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার বিষয়টি মেনে নিতে পারবে না।

কনফারেন্স চলাকালীন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শইগু পুতিনকে জানান, ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে রাশিয়া ট্যাংক নির্মান প্রক্রিয়া ৫.৬ গুন বাড়িয়েছে এবং ২০০০ কিলোমিটার বিস্তৃত যুদ্ধক্ষেত্রে ৭০০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে মাইন বসিয়েছে।

news24bd.tv/ab