সিলেটে শেখ হাসিনা, মাজার জিয়ারত করে প্রচারণা শুরু

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সিলেটে শেখ হাসিনা, মাজার জিয়ারত করে প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এসময় তার ছোট বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সাথে ছিলেন। এর আগে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করতে সিলেট পৌঁছান তিনি।

বুধবার (২০ডিসেম্বর) শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইট বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিমানবন্দরে নেমেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে আওয়ামী লীগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠক করবেন শেখ হাসিনা। বিশ্রাম শেষে বিকেল ৩ টায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

জনসভাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বেস্টনীতে রাখা হয়েছে আলিয়া মাদ্রাসা মাঠ। প্রধানমন্ত্রীর আগমনে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক