১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা ও ট্যাক্সকার্ড দিলো এনবিআর

১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা ও ট্যাক্সকার্ড দিলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক

২০২২-২৩ করবর্ষে ১৪১ সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও ট্যাক্সকার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে ব্যক্তি পর্যায়ের ৭৬ জন করদাতা, কোম্পানি পর্যায়ের ৫৪ প্রতিষ্ঠান এবং অন্য শ্রেণিতে রয়েছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম তাদের হাতে ট্যাক্সকার্ড তুলে দেন। এসময় তিনি বলেন, করদাতাদের প্রত্যাশা কর থেকে পাওয়া রাজস্ব জনগণের উন্নয়নে কাজে লাগাক সরকার।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কাস্টমস শুল্ক আর ভ্যাট নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ রাজস্ব আয়করে নির্ভরতা বাড়ানোর কথাও বলেন এনবিআর চেয়ারম্যান।

এসময় অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতি যেমন মর্যাদা বয়ে আনবে তেমনি একই সঙ্গে দেশ পড়বে অর্থনৈতিক চ্যালেঞ্জেও।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক